![]() |
ইউরিয়ার গলনাঙ্ক কিভাবে নির্ণয় করা হয় |
ইউরিয়ার গলনাঙ্ক কিভাবে নির্ণয় করা হয় ব্যাখ্যা করো?
উত্তরঃ ইউরিয়ার গলনাঙ্ক নির্ণয় করতে প্রথমে একটি ত্রিপদী স্ট্যান্ড এর উপর তারজালি রেখে তার ওপর একটি ওয়াচ গ্লাস রাখা হয়। এরপর কিছু পরিমাণ ইউরিয়া ওয়াচ গ্লাসের উপর রাখা হয়। একটি স্ট্যান্ড এর সাথে থার্মোমিটার বেঁধে এমনভাবে ঝুলানো হয় যাতে থার্মোমিটারের বাল্বটি ইউরিয়ার ভেতর প্রবেশ করে।
এরপর একটি বার্নার দিয়ে ইউরিয়াকে তাপ দিলে দেখা যাবে 133°C তাপমাত্রায় ইউরিয়া গলতে শুরু করে এবং ওই তাপমাত্রাতেই ইউরিয়া সম্পূর্ণ গলে তরলে পরিণত হয়। এই 133°C তাপমাত্রাকে ইউরিয়ার গলনাঙ্ক বলে। এভাবেই ইউরিয়ার গলনাঙ্ক নির্ণয় করা হয়।
2 Comments
Good.. কিন্তু কিছু প্রশ্ন নাই। সবগুলো প্রশ্ন থাকলে ভাল হত।
ReplyDeleteসবগুলো প্রশ্ন চাই। তোমাকে আরও পরিশ্রম করতে হবে। তুমি আমাদের কাজ সহজ করে দিয়েছো। ধন্যবাদ
ReplyDelete